করোনায় কর্মহীন ১০৮ পরিবারের পাশে আত্মীয়-৩০ মার্চ-২০২০
করোনায় ভাইরাসে কর্মহীন ১০৮ পরিবারের পাশে আত্মীয় করোনায় কর্মহীন হয়ে পড়া ১০৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণ মানুষের সংগঠন আত্মীয়। আজ মঙ্গলবার সংগঠনের সদস্যদের চাঁদায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে জমায়েত এড়াতে ১৭ টি দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। সকাল থেকে আত্মীয় সদস্যরা হিরাপুর, নারায়নপুর, কলেজপাড়া,মসজিদ পাড়া, মালদারপাড়া, রেলওয়ে কলোনী, হাসপাতাল এলাকা, শান্তিনগর,লাল বাজার, বাগানবাড়ি, বড় বাজার, বনিক পাড়া, সাহা পাড়া, ঘোষ পাড়া,সড়ক বাজার এবং দেবগ্রাম এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রতি প্যাকেটে রয়েছে:-
* তিন কেজি চাল * ২ কেজি অালু *এক কেজি তেল * আধা কেজি ডাল * একটি এন্টিসেপ্টিক সাবান।
আসুন সকলে মিলে কর্মহীম মানুষকে ঘরে রাখতে তাদের কাছে খাবার পৌছে দেয়। আত্মীয় বার বার তাঁদের পাশে থাকতে চাই