অাত্মীয়’র ব্যাতিক্রমি অাড্ডা

গুলজার হোসেন উজ্জ্বল গান গাইবেন এমন ঘোষণাতেই হল ভর্তী দর্শক শ্রোতার মুহুর মুহুর করতালি। তাঁর প্রতিটি গানেই উচ্ছ্বসিত ছিল সকল বয়সের মানুষ।
অন্যদিকে আত্মীয় আড্ডায় ভিন্ন মাত্রা যোগ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের তরুণ গবেষক ত্রিপুরার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে আসে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের প্রতি অকৃত্তিম ভালোবাসার কথা। অতিথির কথার ফুলঝুড়িতেও ছিল অন্যরকম অাবেগ অার উচ্ছ্বাস।

গান, কবিতা অার কথা মালায় মুগ্ধতা ছড়ানো এমনই একটি সন্ধ্যা কাটল অাখাউড়ায় মানুষদের। ২২ মার্চ শুক্রবার অাত্মীয়’র ব্যাতিক্রমি অাড্ডায় রাজনৈতিক,
সামাজিক, সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। " মানুষ ও মুক্তির জয়গাঁথা" শিরোনামের এই অাড্ডায় উঠে অাসে স্বাধীনতা, মুক্তি এবং মানুষের
জয়গান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের অডিটরিয়ামে চতুর্থ অাত্মীয়
অাড্ডায় মাতিয়ে তুলেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক এবং জেলার সিভিল সার্জন ডা: মো: শাহ অালম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা অাওয়ামী
লীগের অাহবায়ক অধ্যক্ষ জয়নাল অাবেদীন, যুগ্ম অাহবায়ক অাবুল কাশেম এবং রাজনীতিক হাসিব হুমায়ূন। 
চমৎকার অাবৃত্তি অার গানে হলভর্তী দর্শককে মাতিয়ে রাখেন ত্রিপুরার শক্তিমান অাবৃত্তি শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য্য, গুনি শিল্পী ডা: গুলজার
হোসেন উজ্জ্বল, পিযুষ কান্তি অাচার্য্য এবং জয়নাল অাবেদীন। তবলায় সঙ্গ দেন মালাকার। 
আড্ডায় সংবর্ধনা দেয়া হয় আত্মীয়ের প্রাণের মানুষ সিভিল সার্জন ডা; মো: শাহ আলমকেও। অনুষ্ঠান
সঞ্চালনা করেন আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী।
অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আত্মীয় সমন্বয়ক শেখ দীপু, হৃদয় দেব, সুজন সাহা, ফরহাদুল ইসলাম, এমআরআই রাকিব, সুহেদা আক্তার, মাইনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে চমৎকার কাজের জন্য শেখ দীপু এবং সুহেদা আক্তারের হাতে সৌজন্য উপহার তুলে দেন অতিথিরা।

Uploaded: 26 Mar 2019, 11:19 AM | Albums: