জন্মদিনে শুভেচ্ছা জানালো আত্মীয়
রক্তদিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় পৌর মেয়রের

জন্মদিনে অন্যরকম শপথ নিলেন আখাউড়ার নন্দিত মেয়র মো. তাকজিল খলিফা কাজল। রবিবার রাতে আত্মীয়রা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ শপথের কথা জানান।
আবেগআপ্লুত হয়ে তিনি বলেন, আমার মায়ের অসুস্থতার সময় বহু মানুষ নিজের শরিরের রক্ত দিয়েছে। আজ আমার মা বেঁচে নেই যারা সেসময় এগিয়ে এসেছিলেন তাঁদের অবদান কোনভাবেই হয়তো পরিশোধ করতে পারবোনা, তবে যতদিন সময় পাবো মানুষের প্রয়োজনে আত্মীয়ের মাধ্যমে রক্ত দিতে চাই।


রবিবার রাতে পৌর কার্যালয়ে আত্মীয়রা কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে মেয়রের জন্মদিন উদযাপন করেন।


এসময় আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় তাঁর হাতে ডোনার কার্ড, টি শার্ট এবং মগ উপহার হিসেবে তুলে দেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আকিব চৌধুরী, শেখ দিপু,মাইনুল ইসলামসহ অন্য আত্মীয়রা।


পরে আত্মীয়ের পক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশ সৃষ্টিকরেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম,মিসেস ইউএনও এ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী,আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান পেয়ারা বেগম,উপজেলা যুবলীগের যুবলীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক আব্দুল মমিন বাবুল প্রমূখ। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে ডোনার কার্ড তুলে দেয়া হয়।


পৌর মেয়র দীর্ঘক্ষণ আত্মীয়দের খোঁজ খবর নেন এবং যুব সমাজকে রক্তদানের মাথ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।