শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন ও রক্তদানে উৎসাহিত করতে অাজ ৫ জানুয়ারী সকালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ এবং আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আত্মীয়ের কার্যক্রম চলে। আমাদের সাথে ছিলেন, আত্মীয় ও ছাত্রনেতা শেখ আশিকুর রহমান নাঈম, আত্মীয় সমন্বয়ক শেখ দীপু, সুজন সাহা, মাইনুল ইসলাম,স্পর্শীয়া চাঁদরীন, আত্মীয় সুহেদা আক্তার, মমতা ঘোষ মনি, ইমন প্রমূখ।


এসময় রক্তদানের ব্যাপারে কলেজ শিক্ষকদেরও উৎসাহিত করে। ক্যাম্পিং চলাকালে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ আমাদের প্রেরণা হিসেবে কাজ দেবে। এগিয়ে যাবে আত্মীয়। একদিন নিশ্চয় আমরা এক সমুদ্র আত্মীয়ের পথে হাঁটবো।