নানা কার্যক্রমের মধ্য দিয়ে বিজয় দিবস-২০১৮ উদযাপন করে আত্মীয়। বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত প্যারেডে অংশ নেয় আত্মীয়ের একটি চৌকস দল। সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত চলে রক্তের গ্রুপ পরীক্ষা এবং রক্তদাতা সংগ্রহ কার্যক্রম। এসময় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করে আত্মীয়। এ কাজে সংগঠনের সহযোগী ছিলেন দি কমফোর্ড ডায়াগনস্টিক সেন্টার। এসময় প্রশাসন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আত্মীয় স্টল পরিদর্শন করেন এবং এ কাজের ভূয়সি প্রশংসা করেন।