এবার আত্মীয় আড্ডা অনুষ্ঠিত হলো এইচ এম লানিং একাডেমীতে
জনাব হাফিজুর রহমানের আমন্ত্রণে ১২ জানুয়ারি শনিবার বিকেলে আত্মীয়রা গিয়েছিল এইচ এম লানিং একাডেমীতে।
অনুষ্ঠানের শুরুতেই সেখানে উপস্থিত সকল শিক্ষার্থীদের সাথে গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরেই স্মারক হিসেবে অাত্মীয়রা একাডেমী চত্বরে বৃক্ষরোপণ করে।
অতপর সকল শিক্ষার্থী এবং আত্মীয়দের অংশগ্রহণের মাধ্যমে আমাদের আলোচনা সভা শুরু হয়। যেখানে অালোচনায় অংশ নেন আড্ডার আয়োজক একাডেমীর প্রতিষ্ঠাতা জনাব হাফিজুর রহমান এবং উনার সহধর্মিনী খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা অাক্তার, আত্মীয় সংগঠনের অন্যতম সমন্বয়ক কর কর্মকর্তা জনাব মামুন , প্রধান সমন্বয়ক জনাব সমীর চক্রবর্তী, সমন্বয়ক জনাব দিপু, সমন্বয়ক জনাব এম আর আই রাকিব, আত্মীয় সুহেদাসহ আত্মীয়ের সদস্যবৃন্দ এবং লার্নিং একাডেমির সকল শিক্ষার্থী।
অনুষ্ঠানের আলোচনা অংশে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মীয়ের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদানের উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আত্মীয়দের ঘিরে অনুষ্ঠান সূচিতে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। HM Learning Academy শিক্ষার্থীদের গান পরিবেশনা ছিলো অসাধারণ। কৃতজ্ঞতা সকলের প্রিয় শিক্ষক হাফিজুর রহমান স্যারের প্রতি।