সিরাজুল হকের প্রয়াণ দিবসে আত্মীয়ের শ্রদ্ধাঞ্জলী আয়োজন

Sameer Chakraborty
Published: 03 Nov 2019, 08:57 PM | Updated: 03 Nov 2019, 08:57 PM   সংগঠন সংবাদ

দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম এ্যাডভোকেট সিরাজুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে আত্মীয়েরে ছিল ভিন্নরকেম আয়োজন।

আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে শতাধিক মানুষকে বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তদানে সচেতনতা গড়তে গণ স্বাক্ষর এবং Attiya.info তে রক্তদাতা নিবন্ধন কার্যক্রম। কর্মসূচির উদ্বোধন করেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়নাল অাবেদিন। এসময় গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান অাবুল কাশেম, ইউএনও তাহমিনা অাক্তার রেইনা, জেলা পরিষদ সদস্য একেএম অাতাউর রহমান নাজিম, অাখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) অারিফুর অামিন, পৌর অাওয়ামী লীগ সভাপতি ড.আব্দুল্লা ভূইয়া বাদল, পৌর সচিব মো.ফারুখ, প্রকৌশলী ফয়সেল আহামেদ, অাখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূইয়া, সিনিয়র সাংবাদিক ও রক্তবীর বিশ্বজিৎ পাল বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।

এসময় কলেজ শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মীরাও ব্যাপকভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দি কমফোর্ড ডায়াগনস্টিক সেন্টার আত্মীয়ের এ আয়োজনে সহযোগীতা করে। বিশেষ ধন্যবাদ: আখাউড়া উপজেলা ছাত্রলীগ