Sameer Chakraborty
Published: 02 Oct 2019, 08:26 AM | Updated: 02 Oct 2019, 08:26 AM
সংগঠন সংবাদ
‘রক্তের সম্পর্ক এমনই এক সম্পর্ক যা ছুঁড়ি দিয়ে কাটা যায় না। অস্ত্র দিয়ে ভাঙ্গা যায়না। যারা রক্তদান করেন তাঁরা সত্যিকারের আত্মীয়।’ শুক্রবার (২৭ সেপ্টেম্বর-২০১৯) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন চত্ত্বরে রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘ আমার নির্বাচনী এলাকায় আত্মীয়ের কার্যক্রম আমার পাশাপাশি সকল জনসাধারণকে গর্বিত করেছে। জাতীর পিতা বলেছিলেন,‘ আমি বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে চাই, বাংলার মানুষের ভালোবাসা চাই।’ এই এলাকার যুব এবং ছাত্রসমাজ আত্মীয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবে রুপ দিচ্ছে। এসময় তিনি attiya.info তে রক্তদাতা হিসেবে নিবন্ধনের জন্য সকলকে আহবান জানিয়ে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নিয়মিত রক্তদাতা ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে attiya.info আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে মন্ত্রীকে বই ও ফুল দিয়ে বরণ করে আত্মীয় সদস্যরা।
আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এসময় সিভিল সার্জন ডা. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাইসার জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা অাওয়ামী লীগের অাহবায়ক অধ্যক্ষ জয়নাল অাবেদিন, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, কর কর্মকর্তা মহিউদ্দিন মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, আত্মীয়ের সমন্বয়ক শেখ দীপু, হৃদয় দেব, সুজন সাহা, আব্দুল করিম, এমআরআই রাকিব, ইসমাইল হোসেন, রাকিবা হাবিব অয়ন, মমতা ঘোষ, সুদীপ্ত সাহা, আশরাফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।