305770167_5948752468471187_4928817692827781519_n
306002713_5948752915137809_8231427339034424269_n
306011450_5948751155137985_4877346074300175553_n
306597391_5948753405137760_4657224621993466375_n
306659519_5948751558471278_7137443857541096430_n
306936869_5948753281804439_1254202984108229017_n
307312033_5948751918471242_4498803891955437670_n
307582463_5948750418471392_1926683922024858209_n
308463805_5948748388471595_2223796923140521645_n
Exit full screenEnter Full screen
previous arrow
next arrow
Shadow

গণ মানুষের সংগঠন আত্মীয়ের সমকালীন কর্মসূচি “সহজপাঠে আত্মীয়” এর চতুর্থ আয়োজন
নিয়ে এবার তরুণদের সাথে আড্ডা বসে জেলার বিজয়নগর উপজেলায়। আজ শুক্রবার বিকেলে উপজেলার চাউরা কবি সানাউল হক কলেজের চতুর্থ তলার মিলনায়তনে ঘন্টাব্যাপী এই আড্ডায় অংশ নেন অর্ধশত তরুণ।

সময় আত্মীয়ের নানা কার্যক্রম নিয়ে বিষদ আলোচনা হয়।

স্থানীয় তরুণ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা দারুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, আত্মীয়ের সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু এবং সাকিব খানসহ অন্যরা।

আত্মীয়ের সমন্বয়ক রাকিব হাসানের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন আত্মীয়ের সংগঠক ও নিয়মিত রক্তদাতা রমজানুল ইসলাম।

অনুষ্ঠানের চাউরা এলাকায় আত্মীয়ের
কার্যক্রম প্রসারে সংগঠনের নিয়মিত রক্তদাতা জাহাঙ্গীর আলমের ভূয়শী প্রশংসা করা হয়। এসময় তার হাতে স্মারক হিবেবে একটি মগ উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে অংশ নিতে আখাউড়া থেকে যোগ দিয়েছেন শেখ আল আমিন, আল মামুন, কৃষ্ণ ঘোষ, দীপক ঘোষ, ইসমাইল হোসেন প্রমূখ।