66846562_128263708424132_8111923913279143936_n
67112711_128263961757440_470697204114259968_n
67129913_128264268424076_3505466364699607040_n
67147776_128263915090778_7851278479982067712_n
67156258_128264405090729_5637300191255068672_n
67179088_128264101757426_2560001809238196224_n
67254679_128264218424081_69207509574877184_n
67294012_128264435090726_8294755637368193024_n
67314191_128264341757402_8690301569616314368_n
67338808_128264001757436_4389987662103052288_n
67366728_128263808424122_2317195548374859776_n
67372945_128263835090786_7098941003045797888_n
67379562_128263731757463_1528452004492345344_n
67424862_128264138424089_8437315901254008832_n
67427805_128264038424099_1020523567135064064_n
Exit full screenEnter Full screen
previous arrow
next arrow
Shadow

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত ‘শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুনদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় আমন্ত্রীত হয়ে অংশ নেয় আত্মীয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল। চমৎকার বক্তব্য রেখে আলোচনায় জমিয়ে তুলেন আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী। এছাড়া সমন্বয়ক এমআরআই রাকিব সংগঠনের মানবিক কার্যক্রম তুলে ধরেন। আত্মীয়ের প্রতিনিধিদলে ছিলেন, সংগঠনের প্রাণ ও সমন্বয়ক শেখ দীপু, রাকিবা হাবিব অয়ন, মমতা ঘোষ মনি এবং হৃদয় পাল।
সভায় প্রধান অতিথি সুবক্তা আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামসহ অতিথিদের বক্তব্যে উঠে আসে আত্মীয়ের জয়গান। চমৎকার আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ও অনুষ্ঠানের সভাপতি মনির হোসেন এবং সঞ্চালক বিশ্বজিৎ পাল বাবুকে। এই আয়োজন সাংগঠনিক কার্যক্রমের বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে ১০ টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।