















ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত ‘শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুনদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় আমন্ত্রীত হয়ে অংশ নেয় আত্মীয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল। চমৎকার বক্তব্য রেখে আলোচনায় জমিয়ে তুলেন আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী। এছাড়া সমন্বয়ক এমআরআই রাকিব সংগঠনের মানবিক কার্যক্রম তুলে ধরেন। আত্মীয়ের প্রতিনিধিদলে ছিলেন, সংগঠনের প্রাণ ও সমন্বয়ক শেখ দীপু, রাকিবা হাবিব অয়ন, মমতা ঘোষ মনি এবং হৃদয় পাল।
সভায় প্রধান অতিথি সুবক্তা আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামসহ অতিথিদের বক্তব্যে উঠে আসে আত্মীয়ের জয়গান। চমৎকার আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ও অনুষ্ঠানের সভাপতি মনির হোসেন এবং সঞ্চালক বিশ্বজিৎ পাল বাবুকে। এই আয়োজন সাংগঠনিক কার্যক্রমের বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে ১০ টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।