





ঝোপের পাশে পড়ে ছিল মায়ের লাশ তাঁর পাশেই পড়ে কাতরাচ্ছিল হাত ভাঙা শিশুটি। প্রথমে অস্বাভাবিক শব্দ, তারপর শিশুর কান্না শুনে এগিয়ে যান মোগড়া এলাকার এক দম্পত্তি। পরম মমতায় শিশুটিকে কুলে নিয়ে খবর দেন রেলওয়ে পুলিশকে।
১৪ ফেব্রুয়ারি থেকে শিশুটি আছে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে। আজ সেই শিশুটিকে দেখতে হাসপাতালে যান আত্মীয় সদস্যরা। দুধ ও নতুন জামা উপহার দেয়া হয় শিশুটিকে। এসময় কথা হয় শিশুটিকে দত্তক নেয়া পরিবারের সাথে। ওই পরিবারের উচ্ছ্বসিত এক নারী জানান, ১২ বছর বিবাহিত জীবনে তাঁর মেয়ে এখনো নিঃসন্তান। ফলে শিশুটিকে পেয়ে হাতে আসমান পেয়েছে তার মেয়েটি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বুঝে নিতে দিনাজপুর থেকে আজ আখাউড়া এসেছে তার মেয়ে ও মেয়ের জামাই। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে প্রায় ৫ মাস বয়সি ওই শিশুটিকে কাল বৃহস্পতিবার বাড়ি নিয়ে যাবেন তারা। মাওলানাদের ডেকে আড়ম্বরে নাম রাখা হবে তার। শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।