




147040736_4114516991894753_839996746708514255_n
147533776_4114517661894686_1144975405882706654_n
147760888_4114517445228041_2766105345709778214_n
147932469_4114517985227987_5683165707068196656_n
147998897_4114516825228103_5363675361185764866_n

আতিক ভাইয়ের আকুল কন্ঠে ফোন, ও পজেটিভ রক্ত লাগবে দ্রুত। তোমার ভাবির অবস্থা সংকটাপন্ন। কয়েক মিনিটের মধ্যে চাহিদা বেড়ে দাড়াল তিন ব্যাগ। প্রথমেই সংগঠন থেকে ফোন করা হল পৌর মেয়রের ছোট ভাই প্রবাসী নেছার খলিফাকে। তখন তিনি ব্যাস্ত বড় ভাইয়ের নির্বাচনী কাজে। তবে এক মুহুর্ত চিন্তা না করেই নেছার ভাই জানতে চাইলেন কখন যাবো। এদিকে ভাইয়ের নির্বাচনী প্রচারণা ছেড়ে রক্ত দিতে ছুটলেন আত্মীয়ের সমন্বয়ক শেখ দিপু। চলে অাসলেন আত্মীয় শীবু সাহা ও। ১৫ মিনিটের মধ্যে তিনজনই রওনা হলেন জেলা সদরের দিকে। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় জাহানারা হক মহিলা কলেজের প্রভাষক আতিকুর রহমান খানের স্ত্রী শারমিন আক্তারের। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাকে তিন ব্যাগ রক্তদান করেন এই তিন রক্তযোদ্ধা। বেঁচে গেল আরেকটি প্রাণ।