


অাত্মীয়ের সমন্বয়ক সুহেদা অাক্তারের জন্মদিনে অামাদের ছোট অায়োজন। তবে ছোট অায়েজনকেও বিশাল করে দিয়েছেন অাত্মীয়ের প্রেরণা বিশেষজ্ঞ চিকিৎসক Gulzar Hossain Ujjal এর উপস্থিতি। রাধানগরে অবস্থিত কমফোর্ড ডায়াগনস্টিক সেন্টারে জন্মদিনের অায়োজনে সংগঠনের অন্যান্য সভ্যদের নিয়ে তার জন্মদিনের কেক কাটেন তিনি। এসময় অাত্মীয়ের সমন্বয়ক Sk Dipu, সদস্য Sharmin Haque, Teresa Ghosh Moni অাশিষ সাহা, সাহেদা অাক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
মানুষের কল্যানে অামৃত্যু কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা।ক্যান্সার আক্রান্ত আত্মীয়ের সেই রক্তযোদ্ধা ভারতের ভেলোরের সিএমসিতে ক্যামো থেরাপি নিচ্ছে। শারিরিক ভাবে আগের থেকে অনেকটা ভালো রয়েছে সে। পূর্ণাঙ্গ শারিরিক অবস্থা জানতে ২৩ জানুয়ারী সকল পরিক্ষা করা হবে। এদিকে আজ শনিবার (১৬ জানুয়ারি) রাতে আত্মীয়ের সদস্যরা তাঁর পিতার হাতে আরো ৫ হাজার টাকা তুলে দেন। অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মকর্তা সেই রক্তযোদ্ধার চিকিৎসার জন্য সংগঠনের কাছে ৫ হাজার টাকা পাঠান। এসময় আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, সমন্বয়ক এম আর আই রাকিব, ইমদাদ কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বোন ক্যান্সারে আক্রান্ত আত্মীয়ের সেই রক্তযোদ্ধার হাতে নগদ ৭৬ হাজার টাকা তুলে দিয়েছেন পৌর মেয়র এবং আত্মীয়ের রক্তবীর তাকজিল খলিফা কাজল। তার রাধানগরের বাড়িতে ব্যাক্তিগত তরফ থেকে এবং বিভিন্ন সুহৃদের কাছ থেকে প্রাপ্ত নগদ অর্থ তাকে প্রদানের পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। তাছাড়া বিষয়টি নিয়ে তিনি আখাউড়া-কসবার অভিভাবক মাননীয় আইনমন্ত্রীর সাথে কথা বলেন। মন্ত্রী তাকে সহযোগিতার আশ্বাস দিলে একটি আবেদন মেয়রের সুপারিশসহ মন্ত্রীর কাছে পাঠানো হয়। এরও আগে আত্মীয়ের আহবানে সাড়া দিয়ে ডক্টরস এন্ড ফারিয়ার পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: মো: শাহ আলম ওই রক্তবীরের বাবার হাতে প্রায় অর্ধলক্ষ্য টাকা তুলে দেন।
বর্তমানে ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে চিকিৎসা নেয়া সেই রক্তযোদ্ধার ক্যান্সার চিকিৎসা খুবই ব্যায়বহুল। ইতিমধ্যে দেশে ৫ টি ক্যামো থেরাপি নিয়েছে সে। ভারতে আরেক দফা দেখানোর পর আরো অন্তত ১০ টি ক্যামো এবং রেডিও থেরাপি নিতে হবে তাকে।
মোট টাকা-১ লাখ ২২ হাজার।