69476626_348724559404293_7196304449902477312_n
69426723_348723989404350_6528375063291363328_n
69426381_348721326071283_3072090961803739136_n
69410049_348722309404518_28614940436725760_n
69375816_348723512737731_3257817962001727488_n
69212685_348724476070968_9107038801783422976_n
69202751_348724159404333_2172640800461029376_n
69159355_348724302737652_4017615496483438592_n
69043952_348724122737670_6157185658650624000_n
68646057_348724086071007_6736925584124805120_n
68719849_348723359404413_6343561250449915904_n
68793067_348724226070993_7883701759330222080_n
68854212_348724632737619_4787958309548195840_n
68859973_348723616071054_5080456633356648448_n
68884204_348722392737843_744216045966852096_n
68913315_348724396070976_8652273972127203328_n
68925264_348723162737766_6598772356116643840_n
68952609_348724036071012_9081998730130882560_n
68606708_348723112737771_1921326346823270400_n
68583958_348723482737734_4252615976408842240_n
68576164_348723046071111_3199226894323023872_n
68548348_348723229404426_8067602187246632960_n
68493651_348722346071181_1065640807010140160_n
68398743_348723709404378_2163269911965597696_n
68388192_348723302737752_9184075753271066624_n
68360181_348723202737762_5762641261236322304_n
68342479_348722246071191_2923174653125984256_n
68335129_348723749404374_1188478666972069888_n
68331913_348723819404367_8728563131153907712_n
68261241_348723409404408_6218655724512215040_n
Exit full screenEnter Full screen
previous arrow
next arrow
Shadow

গণমানুষের সংগঠন ‘আত্মীয়’ এর এক বছর পুর্তি উপলক্ষে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ছিন্নমূল চার শতাধিক মানুষক খিচুড়ি খাওয়ানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ খলিফা, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মমিন বাবুল, ব্যবসায়ী খাইরুল বাশার রিপু,
উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন,সাংবাদিক মিনহাজুল আবেদীন খাদেম, কাজী মফিকুল ইসলাম, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অাত্মীয় সমন্বয়ক শেখ দীপু,এমঅার অাই রাকিব, হৃদয় দেব, অাত্মীয় সভ্য ইসমাইল হোসেন, মুন্নী খানম, রাকিবা হাবিব অয়ন,এমদাদ কিবরীয়া, মমতা ঘোষ মনি, সাকিবুল, অাশরাফুলসহ অর্ধশত অাত্মীয় সভ্য অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। রেলস্টেশনের মতো জনবহুল এলাকায় সংগঠনের ব্যবস্থাপনা ছিল দেখার মতো। উপস্থিত সুধিজনও অাত্মীয়ের কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন।
এক বছরে ৫ শতাধিক সক্রিয় সদস্য, সহস্রাধীক রক্তদাতা, ৫ সহস্রাধীক ফেসবুক সদস্যের এক সমৃদ্ধ সংগঠনে পরিনত হয়েছে অাত্মীয়। এক বছরে ২১১ জনকে রক্তদান করা হয়েছে। রক্তদাতাদের জন্য করা হয়েছে। রক্তদাতাদের জন্য করা হয়েছে Attiya.iinfo নামে অাপন ঠিকানা।
আত্মীয় প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী জানান,সামনের দিনগুলিতে রক্তদানের পাশাপাশি সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বেগবান করবে । সংগঠনের সদস্যদের অগাত প্রেম-ভালবাসায় প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছে গনমানুষের এই সংগঠন।