












আত্মীয়ের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল
তারুণ্যের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়
তারুণ্যের চেতনায় এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে আখাউড়ায় আত্মীয়ের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভায় আয়োজিত এ আয়োজনে ২৫০ জনের অধিক আত্মীয়ের সদস্যরা অংশ নেয়। এসময় সংগঠনের রক্তদাতাদের জন্য নতুন টিশার্টের মোড়ক উন্মোচন করা হয়।
আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোঃ শাহ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্মীয়র নিয়মিত রক্তদাতা আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নিরন্তন কাজের মধ্য দিয়ে সংগঠনটি সত্যিকার অর্থেই গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। এসময় তারা
আত্মীয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের সকল কার্যক্রমে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ড. আবদুল্লাহ ভূঁইয়া বাদল, শিক্ষক নেতা আত্মীয়ের সংগঠক মৌসুমী আক্তার,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বক্তব্য রাখেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আত্মীয়ের রক্তবীর পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: লুৎফর রহমান, চিকিৎসক
আল মুক্তাদির ফয়সাল, আইয়ুব চৌধুরী, মো: আলাউদ্দীন, এনামুল হক মামুন, অধ্যাপক হাফিজুর রহমান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, সাধারণ সম্পাদক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবির, আত্মীয়ের প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক শেখ দিপু, সুজন সাহা, হৃদয় দেব, এমআরআই রাকিব, এমদাদ কিবরীয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।