






























আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তীর জন্মদিনে নানা অায়োজন একটি জন্মদিন, একটি প্রিয় মানুষ, এভারেস্টে উড়াক সফলতার ফানুস ৩১ ডিসেম্বর ছিল অাত্মীয়ের প্রতিষ্ঠাতা এবং জীবনের দীর্ঘ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অভিজ্ঞতাজাত সমীর চক্রবর্তীর জন্মদিন। ছাত্র রাজনীতিতে গুনগত পরিবর্তনের বার্তা নিয়ে অাসা অাখাউড়া উপজেলা ছাত্রলীগ, সূর্যসৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ, অাত্মীয় পরিবার ছাড়াও তাঁর বন্ধু ও স্বজনদের উদ্যোগে নানা অায়োজনে দিনটিকে উৎসব মুখর করে তোলা হয়। পৌর মেয়রের বাস ভবনে উপজেলা ছাত্রলীগের অায়োজনে কেক কাটেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের অাহবায়ক তাকজিল খলিফা কাজল। অঙ্কুর কিন্ডার গার্টেনে সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের অায়োজনে কেক কাটেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জামান। বিকেলে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে অানন্দ অায়োজন করে প্রাণের প্রতিষ্ঠান অাত্মীয় অাত্মীয় সভ্যরা কেক কেটে এবং মিষ্টিমুখ করে অানন্দ উপভোগ করেন। তাছাড়া সমীর চক্রবর্তীর বন্ধু ও স্বজনদের উদ্যোগে ছিল অারো একাধিক অায়োজন। এসব অায়োজন প্রাণবন্ত করেন পৌর অাওয়ামী লীগের সভাপতি ড. অাব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক ও বাংলাদেশ স্কাউটের সহকারি কমিশনার অাব্দুল মমিন বাবুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, স্কাউট লিডার এ অাই সম্রাট খাদেম, রাকিব প্রমূখ।
এসব অায়োজনে প্রীত অাত্মীয় পরিবার। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অামরা বিশ্বাস করি মানুষ ও মানবিক কাজে বরাবরের মতোই অালো ছড়াবেন সমীর চক্রবর্তী। অাত্মীয় পরিবারের একটাই চাওয়া পৃথিবী হবে সাড়ে সাতশ কোটি বিকলাঙ্গ মানুষের নয়, সাড়ে সাতশ কোটি মানবিক আত্মার। জয়তো আত্মীয়