168404285_4291915080821609_8464308760764635236_n
168500476_4291916020821515_2253472920458453866_n
168646301_4291915820821535_866395673535092066_n
169313212_4291914667488317_7893895375363703719_n
169455094_4291916470821470_7617177588628124800_n
169475544_4291913824155068_300038786619662080_n
169728288_4291914127488371_8859865373779706125_n
169858144_4291915667488217_3870983360379863431_n
170077846_4291913690821748_297134026710205733_n
170245436_4291915290821588_3433442522604318214_n
170526136_4291917064154744_1082763923672222270_n
170880427_4291916924154758_3257662349741445955_n
170977967_4291914507488333_4847608062268911520_n
171149322_4291914057488378_1630755945645345796_n
171309814_4291915474154903_2987407083321012199_n
171321742_4291914297488354_5451613945511518479_n
171441582_4291916777488106_4220078354777382260_n
171596086_4291914794154971_1166565621628980477_n
171655371_4291914580821659_5531533117374699688_n
171726193_4291916247488159_5364900957622047200_n
171901597_4291913530821764_3894566419360496071_n
172283749_4291914410821676_2592022264881812051_n
Exit full screenEnter Full screen
previous arrow
next arrow
Shadow

হিজড়াদের জন্য ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করলো “আত্মীয়”
প্রথমে রক্তের গ্রুপ নির্ণয় তারপর দীর্ঘ সময় নিয়ে একেক জনের সাথে কথা বলেন তিনজন চিকিৎসক। ব্যবস্থাপত্রের সাথে হাতে তুলে দেয়া হয় বিনামূল্যের প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ।
দ্বিতীয় পর্বে মঞ্চ আলোকিত করে বসা মেধাবী মানুষদের সাথে বসেন দুজন হিজড়া প্রতিনিধি। তাদের দলনেতা জসিম ছলছল চোখে বলছিলেন, এমন চেয়ারে বসা স্বপ্নকেও হার মানিয়েছে। এটা জীবনের বড় প্রাপ্তি।
হিজড়া তানিশা বলছিলেন, আজকে প্রথম নিজের রক্তের গ্রুপ জানলাম। আমাকে মানুষ ভেবে যদি কেউ রক্ত নিতে চায়, আমি রক্ত দিতে প্রস্তুত। আমরা তালি বাজিয়ে ভিক্ষা করতে চাইনা, আমরা চাই মানুষের ভালোবাসা এবং নিজের অধিকার।
তাদের কথা শুনে আপ্লুত অনুষ্ঠানের মধ্যমনি এই আয়োজনের পেছনের কারিগর সদালাপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম। মুগ্ধতা ছড়ানো বক্তব্যে তিনি জানালেন, তাদের নিয়ে কাজ করার আগ্রহের কথা। আশা দিলেন পাশে থাকার,ঘর করে দেবার।
নতুন অভিজ্ঞতায় পূর্ণ এমনই এক অনন্য দিন কাটালো আত্মীয় সদস্যরা। শনিবার বিকেলে গণ মানুষের সংগঠন আত্মীয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন হিজড়াদের স্বাস্থ্য সচেতনতা এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
হিজড়াদের চিকিৎসা দেন আত্মীয়ের সংগঠক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শ্যামল ভৌমিক, ডাঃ ফায়জুন্নেসা আমিন এবং ডেন্টাল সার্জন ডাঃ ফারহানা আক্তার নুর স্বর্ণা। তারা জানালেন, হিজড়াদের চিকিৎসা তাদের কাছেও প্রথম। সেবা দিতে পেরে নিজেরাও আনন্দিত। ভবিষ্যতে তাদের স্বাস্থ্য বিষয়ক যেকোন সহযোগিতায় চিকিৎসকরা পাশে থাকবেন।
এদিকে বরাবরের মতোই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে এগিয়ে আসেন দি কমফোর্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রধান রক্তবীর আশীষ সাহা। ওষুধ সরবরাহে সহযোগিতা করেন বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা।
আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় অতিথি হিসেবে চিকিৎসকরা ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান, আত্মীয়ের সমন্বয়ক এমআরআই রাকিব প্রমূখ।
এসময় আত্মীয়ের সমন্বয়ক শেখ দিপু, ঢাকার সংগঠক সঞ্জয় সাহা,রাজু সাহা, সুশান্ত দাস, মাইনুল ইসলাম, আব্দুল করিম চৌধুরী রাসেল, ইমদাদ কিবরিয়া, আশরাফুল জুবায়েদ, মমতা ঘোষ মনি, দেবালয় ঘোষ দুলন, আল ইয়াছিন সাগর, রেহানা হক,ঢাকার সংগঠক রাকিবুল হাবিব, সামান্তা ঘোষ, মিথিলা ঘোষ, তিথি চক্রবর্তী, ফাল্গুনী আক্তার, ফারহানা আঁখি, সাকিবুল হাসান, রুবেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।