368677731_7014510391895384_7059121328170918374_n
368686994_7014519751894448_1088923239605747096_n
368649192_7014510545228702_2958667404304857604_n
368377507_7014509958562094_6576227853162312581_n
368363816_7014518545227902_2788308429890928902_n
368337640_7014515761894847_8706422314814444937_n
368305852_7014516828561407_2062004981689593100_n
368291148_7014515415228215_6106989233241409857_n
368269000_7014520098561080_5848270018188085198_n
368261123_7014510148562075_1323771245475426676_n
368245093_7014516425228114_5113611639816725279_n
368233221_7014518148561275_6640517363468515355_n
368232436_7014509855228771_386593915653229882_n
368226365_7014517781894645_2382846829183412068_n
368217051_7014516118561478_8279913937941110661_n
368202217_7014517191894704_8589952017973442696_n
Exit full screenEnter Full screen
previous arrow
next arrow
Shadow

২ শতাধিক শিশু ও বয়স্কদের নতুন কাপড় উপহার দেওয়ার মধ্য দিয়ে আখাউড়ায় গণ মানুষের সংগঠন আত্মীয়ের ষষ্ঠ বছরের পদার্পণ উদযাপিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার আখাউড়া উত্তর ইউনিয়নের ৫ টি আশ্রয়ন প্রকল্পে এসব উপহার দেয়া হয়।

আয়োজনে সহযোগিতায় ছিল তৈরি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান বেবি এন্ড মমস।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আজমপুর লিচু বাগানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা আত্মীয়ের নানামুখী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান,শিক্ষক নেতা মৌসুমী আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, পৌর কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান, বেবি এন্ড মমসের স্বত্বাধিকারী মারজান উল করিম সুজন, আত্মীয় দেবাশীষ ঘোষ হৃদয়,ধরখার ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক ও আত্মীয়ের সংগঠক সাফায়েত রবিন, যুগ্ম আহবায়ক ও আত্মীয় সংগঠক সীমান্ত চৌধুরী, আত্মীয়ের সমন্বয়ক সুজন সাহা, হৃদয় দেব, আকিব চৌধুরী, কাজী রুবেল খাদেম, মোহাম্মদ মেহেদী হাসান, কাজী রিপন,কৃষ্ণ ঘোষ,অনিক চক্রবর্তী, অনুপ সাহা, ইমদাদ কিবরিয়া, মিনহাজুল মুনতাসীর প্রীতম, রাকিব ভূইয়া, সাইমা আক্তার, সাদমান সামাওন, অমিত হাসান অপু, মমতা ঘোষ মনি, খালেদ মোহাম্মদ শাওন,শেখ মুনিবা, সুরেশ দাস, শান্ত প্রমূখ।