ডা: গুলজার হোসেন উজ্জ্বল

ছেলেটির নাম জয়দেব। ওর বয়স ২৫। ওর যে বয়স ২৫ দেখে সেটা বোঝার উপায় নেই কারণ থ্যালাসেমিয়ার জটিলতায় তার শারীরিক বৃদ্ধি তেমন একটা হয়নি৷ মাসে দুবার রক্ত নিত৷ পাঁচ বছর আগে সিএমসি ভেল্লোরে গিয়ে স্প্লিন অপারেশন করে এসেছে৷ কিন্তু তাতেও রক্ত নেবার হার কমেনি খুব একটা৷ অপারেশনের পরও বিশ দিনে একদিন, কখনো পনের দিন পর পর রক্ত নিত সে।

আমার কাছে এসেছিল দুইমাস আগে৷

আমার লিখে দেওয়া ওষুধ নিয়ম করে খাচ্ছে৷ এই দুইমাসে তার আর রক্ত তো নিতে হয়ইনি। উপরন্তু রক্তের হিমোগ্লোবিন বেড়ে ১১ হয়েছে।

জয়দেব আজ চেম্বারে ঢুকেই খুব উচ্ছাস নিয়ে বলল ” স্যার আমার এই জীবনে হিমোগ্লোবিন এত বেশি কখনো পাইনি”। শুনে তখন আমার কি যে খুশি লাগলো! ভাবলাম আপনাদেরকেও শোনাই ওর কথা।

আমরা সবাই শরীরে কত কত হিমোগ্লোবিন নিয়ে ঘুরি। কোন কোন মানুষের একটুখানি হিমোগ্লোবিন বেড়ে যাওয়াই যেন এক বিরাট আনন্দের উপলক্ষ।

বাকিটা জয়দেবের মুখ থেকেই শুনুন।