338558613_583453027030834_8642771651305360077_n
338559372_2220346311502087_3421067086139082343_n
338572586_886686329088156_2238784277902709191_n
338697293_164130303206653_8281808066542999_n
338702303_1647355535767656_8186923760312467150_n
338715752_884927099247850_6771563310055716149_n
338837623_177010078485756_1508229724676846785_n
338852025_901263987615700_1170605799371531910_n
338854422_191263740322038_7859706471886455068_n
338933127_174088398783889_3269835242530327835_n
338947426_950445432628481_5135452161774751478_n
338978843_638847631405200_7502093487692599054_n
Exit full screenEnter Full screen
previous arrow
next arrow
Shadow

আত্মীয়ের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল
তারুণ্যের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়

তারুণ্যের চেতনায় এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে আখাউড়ায় আত্মীয়ের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভায় আয়োজিত এ আয়োজনে ২৫০ জনের অধিক আত্মীয়ের সদস্যরা অংশ নেয়। এসময় সংগঠনের রক্তদাতাদের জন্য নতুন টিশার্টের মোড়ক উন্মোচন করা হয়।

আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোঃ শাহ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্মীয়র নিয়মিত রক্তদাতা আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

অনুষ্ঠানে বক্তরা বলেন, নিরন্তন কাজের মধ্য দিয়ে সংগঠনটি সত্যিকার অর্থেই গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। এসময় তারা
আত্মীয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের সকল কার্যক্রমে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ড. আবদুল্লাহ ভূঁইয়া বাদল, শিক্ষক নেতা আত্মীয়ের সংগঠক মৌসুমী আক্তার,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বক্তব্য রাখেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আত্মীয়ের রক্তবীর পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: লুৎফর রহমান, চিকিৎসক
আল মুক্তাদির ফয়সাল, আইয়ুব চৌধুরী, মো: আলাউদ্দীন, এনামুল হক মামুন, অধ্যাপক হাফিজুর রহমান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, সাধারণ সম্পাদক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবির, আত্মীয়ের প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক শেখ দিপু, সুজন সাহা, হৃদয় দেব, এমআরআই রাকিব, এমদাদ কিবরীয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।